সেলাই মেশিনের দাম ২০২৫

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেলাই মেশিনের দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব আপনাদের। দেশে পাওয়া যায় এমন সকল ধরনের সকল কোম্পানির মেশিনের বিষয় সম্পর্কে মূল্য সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করা হবে আপনাদের। সুতরাং আপনি যদি সেলাই মেশিনের বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে চান কিংবা সেলাই মেশিন ক্রয় এর আগ্রহ রয়েছে তাহলে আমাদের সাথে এ সম্পর্কিত থেকে সকল মেশিনের আপডেট মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন। আমরা চেষ্টা করব বর্তমান সময়ের মূল্যের উপর ভিত্তি করে মেশিনের দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনাদের জানাতে।

সেলাই মেশিনের চাহিদা অনেক তাই বিভিন্ন কোম্পানি চাহিদা সম্পন্ন সেলাই মেশিন গুলো তৈরি করার কাজে নিয়োজিত রয়েছেন। নতুন পুরাতন সকল মডেলের মেশিনের বিশেষ সম্পর্কে দামের তথ্য প্রদান করা হবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা যদি নতুন মডেলের মেশিনের পাশাপাশি পুরাতন মডেলের মেশিনগুলোর দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে থেকে মূল্যের বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন।

বর্তমান সময়ে সকলেই সেরা মেশিন ক্রয়ের উপর আগ্রহী কারণ সেলাই সম্পর্কিত কাজের সাথে জড়িত সকলের নিজেরাও বাসা বাড়িতে নিজেদের কাপড় সেলাইয়ের জন্য হলেও মেশিন চিন্তাভাবনা করে থাকেন তাই আমরা চেষ্টা করেছি সকলকে সঠিক মূল্যের বিষয় সম্পর্কে জানিয়ে সঠিক মূল্যের বিষয়টি নিশ্চিত করতে সঠিক দাম প্রদান করে সহযোগিতা করব। অনেকেই রয়েছেন যারা মেশিনের সঠিক দাম সম্পর্কে জানেন না, ফলে দোকানে গিয়ে প্রতারিত হয়ে থাকেন অধিক মূল্য দিয়ে সেলাই মেশিন ক্রয় করে থাকেন তাই আমরা বলব আমাদের সাথে থেকে সেলাই মেশিনের সঠিক দাম সম্পর্কে জেনে সঠিক দামে সেলাই মেশিন ক্রয় করুন।

সেলাই মেশিনের দাম ২০২৫

আপনারা যারা চাচ্ছেন সেলাই মেশিন ক্রয় করতে কিন্তু মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে ধারণা নেই তারা এখান থেকে সকল ধরনের সেলাই মেশিনের মূল্যের বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন। জনপ্রিয় সেলাই মেশিন গুলোর বিষয় সম্পর্কে তথ্য প্রদান করে শুরু করব আমরা পাশাপাশি সকল মেশিনের মূল্যের বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন এখান থেকে। সাধারণ মেশিনগুলো থেকে মোটরসাইড়িত ইলেকট্রিক সেলাই মেশিন সহ সকল মেশিনের মূল্য সম্পর্কিত তথ্য প্রদান করা হচ্ছে নিচে। আপনারা যারা সেলাই মেশিন ক্রয় করতে আগ্রহী তারা এখান থেকে সঠিক মূল্যের বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করুন।

হাউজহোল্ড সেলাই মেশিন

HZL-27Z    ২৩০০০ টাকা

HZL-12Z    ১৮০০০ টাকা

LT-591       ২২০০০ টাকা

HZL-35Z    ২৯০০০ টাকা

MO-50e     ৩৫০০০ টাকা

ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন

MB-373     ৩০০০০ টাকা

DDL 7000A UBT   ২৭০০০ টাকা

DDL-8100E ২৩৫০০ টাকা

DDL-8700  ২৭০০০ টাকা

DDL 8100eH ৩৫০০০ টাকা

এবার আসুন কিছু জনপ্রিয় বাটারফ্লাই সেলাই মেশিনের মডেল এবং তাদের দাম জেনে নেই:

  • বাটারফ্লাই JH819S: এই মডেলটা অনেক জনপ্রিয়। এটা দিয়ে সোজা সেলাই ও জিকজ্যাক সেলাই দুটোই করা যায়। এর দাম প্রায় ৭,০০০ টাকা।
  • বাটারফ্লাই JH852: এই মডেলে আরও অনেক রকম সেলাই করা যায়। যেমন বোতাম লাগানো, জিকজ্যাক, এমব্রয়ডারি ইত্যাদি। এর দাম আরেকটু বেশি, প্রায় ৮,৫০০ টাকা।
  • বাটারফ্লাই JA2-1: এই মডেলটা ছোট আকারের। এটা দিয়ে শুধু সোজা সেলাই করা যায়। এর দাম কম, প্রায় ৫,০০০ টাকা।

স্ট্যান্ড সহ বাটারফ্লাই সেলাই মেশিনের দাম সাধারণত ৬,৫০০ টাকা থেকে শুরু হয়। আর স্ট্যান্ড ছাড়া মেশিন পেতে পারেন ৫,৫০০ টাকা থেকে।

সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫

সিঙ্গার সেলাই মেশিন এর দাম ৮ থেকে ১০ হাজার টাকা। অপরদিকে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন সেগুলোর দাম ২০ থেকে ৫০ হাজার টাকা

SINGER Sewing Machine/food machine=দাম ৯৯০০ টাকা 

SINGER Electric Sewing Machine= দাম ১৪,৫০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *