বৃষ্টি ভেজা স্ট্যাটাস ২০২৫| বৃষ্টি ভেজা ক্যাপশন ২০২৫

বৃষ্টির এই দিনে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। রিমঝিম বৃষ্টির দিনে বৃষ্টিতে কেন্দ্র করে স্ট্যাটাস সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকলে স্ট্যাটাস ও ক্যাপশন সংগ্রহ করে নিতে পারবেন আপনি। বর্ষাকাল অনেকের পছন্দের ঋতু। বর্ষাকালের পরিবেশ যেন মন ছুয়ে যাওয়ার মত অনেকেই রুমের পাশে দাঁড়িয়ে বারান্দায় বসে কিংবা ব্যালকনিতে বসে বৃষ্টি উপভোগ করছেন বৃষ্টি ভেজা এই সুন্দর সময়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনার মাধ্যমে। যারা বৃষ্টি পছন্দ করেন বৃষ্টি ভালবাসেন তাদের জন্যই মূলত এই আলোচনাটি নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছি।

আলোচনা সাপেক্ষে বৃষ্টিভেজা স্ট্যাটাস ও ক্যাপশন গুলো প্রদান করা হবে আপনাদের মাঝে। বৃষ্টিতে ভেজে নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আমাদের দেশের মানুষ বৃষ্টিকে উপভোগ করেন বৃষ্টিতে ভিজে আনন্দ পায়। বৃষ্টিতে ভিজে ক্যামেরাবন্দি হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদেরকে আমরা স্ট্যাটাস প্রদানের ক্ষেত্রে ক্যাপশন দিয়ে সহযোগিতা করব আশা করছি বৃষ্টি ভেজা এই ক্যাপশনগুলো আপনাদের ভালো লাগবে যারা বৃষ্টিতে ভিজেছেন চাচ্ছেন বৃষ্টি ভেজা সেরা একটি স্ট্যাটাস প্রদান করবেন তাদের জন্যই মূলত এই প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে বৃষ্টি ভেজা সুন্দর কিছু স্ট্যাটাস প্রদান করা হবে আপনাদের মাঝে।

বৃষ্টি ভেজা স্ট্যাটাস ২০২৫

বৃষ্টি ভেজা সুন্দর ও নতুন স্ট্যাটাস গুলো আপনাদের মাঝে প্রকাশ করার উদ্দেশ্যে এবারের বর্ষাকে কেন্দ্র করে নতুন স্ট্যাটাস গুলো নিয়ে এসেছি। বৃষ্টিতে ভেজা সুন্দর স্ট্যাটাস গুলোর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করতে চায় অনেকেই আশা করছি তাদেরকে বৃষ্টি ভেজা এই স্ট্যাটাস গুলো প্রদান করে সহযোগিতা করতে সক্ষম এই আলোচনা আমরা নতুন স্ট্যাটাস গুলো প্রদান করেছি তাই সংখ্যায় হয়তো খুব বেশি হবে না তবে ভালো লাগার মত বৃষ্টি ভেজা সুন্দর স্ট্যাটাস গুলো পাবেন আপনি যেগুলো সম্পূর্ণ নতুন।

০১
☂🌂🌧তোমার শহরে মেঘ জমেছে আমার শহরে বৃষ্টি,
ভালোবাসায় রাখবো তোমায় যদি দাও বাকা চোখের দৃষ্টি।⛈️☔🌂

০২
☔🌧🌈বৃষ্টি নামুক তোমার ঘরে বৃষ্টি নামুক বনে,
মেঘ জমলেই আসবো আমি থাকে যেন মনে।⛈️🌂☂

০৩
☂🌂🌧যেদিকে তাকাই আমি তোমার ছবি ভাসে,
বৃষ্টি এলে ভিজব দুজন রেখো আমায় কাছে।⛈️☔🌂

০৪
☔🌧🌈ঐ দেখো নামছে বৃষ্টি কি করি আজ বলো,
হৃদয়ের তরে হারাই দুজন তাড়াতাড়ি চলো।⛈️🌂☂

০৫
☂🌂🌧মনটি আমার করছে আনচান নামছে দূরে বৃষ্টি,
তুমি আমার মনের মাঝে নিদারুণ সৃষ্টি।⛈️☔🌂

০৬
☔🌧🌈বৃষ্টির মাঝে চলো হারাই অচিন কোনো দেশে,
ভালোবাসায় ভরিয়ে দেব যদি আসো বধূবেশে।⛈️🌂☂

০৭
☂🌂🌧বৃষ্টি নেমেছে আকাশপানে চারদিকে অন্ধকার,
চলে এসো ওগো তুমি দিনটি হোক ভালোবাসার।⛈️☔🌂

০৮
☔🌧🌈চেয়ে দেখো তোমার বুকে নেমছে যে বৃষ্টি,
কি করে ফেরাই চোখ হাসিটা কি মিষ্টি।⛈️🌂☂

০৯
☂🌂🌧বৃষ্টি ভেজা রাত দুপুরে আইসো তুমি ঘরে,
মিটিয়ে দেবো লেনাদেনা বুক পকেটে ভরে।⛈️☔🌂

১০
☔🌧🌈ভেজা ভেজা চোখ দুটি তোমার কি সুন্দর মায়া,
ভুলতে চাইলেও যায় না ভোলা চোখ ভাসে তোমার ছায়া।⛈️🌂☂

১১
☂🌂🌧বৃষ্টির দিনে হন্যে হয়ে খুজি তোমার মুখ,
আসতে যদি কাছে আমার দিতাম মনের সুখ।⛈️☔🌂

১২
☔🌧🌈বৃষ্টি নামে নদীর ঘাটে বৃষ্টি নামে বুকে,
তোমায় ছাড়া মরছি আমি ধুকে ধুকে।⛈️🌂☂

বৃষ্টি ভেজা ক্যাপশন ২০২৫

বৃষ্টিতে ভিজে ক্যামেরাবন্দি হয়ে পরবর্তী সময় তা স্ট্যাটাস রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে অসংখ্য মানুষ বৃষ্টি ভেজা ক্যাপশন গুলো অনুসন্ধান করছেন। বৃষ্টি আমরা উপভোগ করি তাই তো বেশিরভাগ মানুষের পছন্দের ঋতু হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে সৌন্দর্য উপভোগ করার মত বর্ষাকালে চারদিক বৃষ্টিতে ভরাট থাকে বিশেষ করে গ্রামে যারা থাকেন তাদের চলাফেরার সমস্যা হলেও এরা বৃষ্টিতে আনন্দ পায় আর আমরা তাই তাদের আনন্দ বাড়াতে বৃষ্টিভেজা ক্যাপশন গুলো নিয়ে এসেছি।

১৩
☂🌂🌧কোথায় তুমি লুকিয়ে আছো আকাশে জমেছে মেঘ,
তোমার কথা মনে করে বেড়েছে আমার আবেগ।⛈️☔🌂

১৪
☔🌧🌈বৃষ্টিভেজা নীল কাপড়ে লাগছে তোমায় ভালো,
তোমার ছায়া দেখলে তবে বুকে জ্বলে আলো।⛈️🌂☂

১৫
☂🌂🌧যেদিকে তাকাই আমি রাখি তোমার দিকে দৃষ্টি,
চেয়ে দেখো আমার চোখে নেমেছে যে বৃষ্টি।⛈️☔🌂

১৬
☔🌧🌈দিনের আলোয় লাগে ভালো, রাতের বেলা সুখ,
এই মেঘলা দিনে দিলে দেখা ধুয়ে যেত দুখ।⛈️🌂☂

১৭
☂🌂🌧ভিজে গেছে মনটি আমার হার না মানা বৃষ্টিতে,
কি করে ভুলি তোমায় মায়া ভরা দৃষ্টিতে।⛈️☔🌂

১৮
☔🌧🌈ভিজে ভিজে আসো তুমি মনে জাগবে আশা,
চোখে চোখ রেখে আমি দেব তোমায় ভালোবাসা।⛈️🌂☂

১৯
☂🌂🌧চাঁদ কাঁদে, কাঁদে তারা, কাঁদে সূর্যমামা,
চেয়ে দেখো বাইরে এবার বৃষ্টির দামামা।⛈️☔🌂

২০
☔🌧🌈তোমার ভেজা শুভ্র শরীরে যায় যে আমার দৃষ্টি,
কি করে নামাই চোখ হৃদয়েও নেমেছে বৃষ্টি।⛈️🌂☂

 

🌧 হাত রাখো আমার হাতে বৃষ্টিতে ভিজবো বলে,
হৃদমাঝারে কাপিয়ে দেব ভালোবাসার ছলে।☔

🌧তোমার চোখে নামলে বৃষ্টি আমার চোখেও নামে,
মন চাইলে লিখো কিছু হলুদ খামে।☔

🌧কাঁচা আম, পাকা আম, কোনটা লাগে ভালো,
বৃষ্টির দিনে জ্বালাই দুজন ভালোবাসার আলো।☔

🌧আমি ভিজি তুমি ভেজো, ভিজি দুজন বৃষ্টিতে,
মনের মাঝে জ্বলাই আগুন বাকা চোখের দৃষ্টিতে।☔

🌧প্রেম জমছে মনের কোণে বৃষ্টি নামুক বুকে,
এসো দুজন নাচি আজ মনের যত সুখে।☔

🌧সাত সকালে নামছে বৃষ্টি কি করি আজ বলো,
তোমার কথা পড়ছে মনে চোখটি করছে ছলো ছলো।☔

🌧চোখের কোণে মায়ার বাসা বৃষ্টি নেমেছে বুঝি,
লুকাও কেন ওগো তুমি, তোমাকেই যে খুঁজি।☔

🌧বৃষ্টি নামছে মনের ঘরে ভিজছে কি তোমার মন,
যখন আমায় পড়বে মনে দিও একটি ফোন।☔

🌧বৃষ্টি এলে ভিজে শরীর, ভেজে মরা মন,
তোমার জন্য মরি আমি সারাক্ষণ।☔

🌧নেচে নেচে গাও যে গান এই মেঘলা দিনে,
আইসো কিন্তু নদীরে ধারে সূর উঠলে আমার বীণে।☔

🌧কে বাজিয়েছে মধুর বাঁশি বৃষ্টিভরা রাতে,
হৃদয়ে টান পড়েছে হাত রাখো আমার হাতে।☔

🌧বৃষ্টির দিনে কেন থাকবে বুকের মাঝে হাহাকার,
ভিজে ভিজে হারাই দুজন হই নিরাকার।☔

🌧আম গাছে টিয়া পাখি ভিজছে মনের সুখে,
তুমি আমি একই নীড়ের আসো আমার বুকে।☔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *