প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস| বিদেশে থাকা নিয়ে কিছু কথা ২০২৫

পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের জীবনকে পরিচালনা করার জন্য এবং পরিবারের প্রতিটি মানুষের চাহিদা এবং প্রয়োজন পূরণ করার জন্য তারা কোনো না কোনো পেশার উপর নির্ভরশীল হয়ে থাকে। তাইতো তাদেরকে ক্ষেত খামার থেকে শুরু করে বাংলাদেশের যে কোন প্রান্তে কর্ম সম্পাদনের জন্য প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়। অনেকেই আবার পরিবারের প্রতিটি মানুষের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জীবনের আশা ইচ্ছা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপন জন এবং মাতৃভূমি ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে থাকেন। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এবং পরিবারের মানুষদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য অথবা জীবন জীবিকা নির্বাহের জন্য শ্রম বিনিয়োগ করেন। তাইতো তাদেরকে বিদেশে থাকতে হয়। বিদেশে থাকা কোন মানুষের পক্ষে আনন্দ হতে পারে না। বিদেশে থাকার পেছনে একজন মানুষের অনেক কষ্ট লুকিয়ে থাকে। তাই আমরা আজকে সকলের উদ্দেশ্যে বিদেশে থাকা নিয়ে কিছু কথা ২০২৩ তুলে ধরব। যার মাধ্যমে আপনারা বিদেশে থাকা নিয়ে বাস্তব কিছু কথা জানতে পারবেন।
বিদেশে থাকা বলতে মূলত কর্মসংস্থানের জন্য কিংবা জীবন জীবিকা নির্বাহের জন্য বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন যাবত অবস্থান করাকে বোঝায়। বর্তমান সময়ে অনেকেই পরিবারের মানুষদের কথা চিন্তা করে এবং দেশের বেকারত্ব সমস্যা দূর করার জন্য নতুন কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে থাকেন। একজন মানুষ নিজের পরিবারের মায়া ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে এবং নিজের জীবনের ইচ্ছা অনুভূতিগুলোকে বিসর্জন দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে থাকেন। যারা বিদেশে কর্মসংস্থানের জন্য দীর্ঘদিন যাবত একাকী জীবন যাপন করে থাকেন তাদেরকে মূলত প্রবাসী বলা হয়।
একজন মানুষের বিদেশে থাকার পিছনে বেশ কিছু কারণ থাকে। তবে বিদেশে থাকার পিছনে প্রধান একটি কারণ হচ্ছে অর্থ উপার্জন করা। কেননা পরিবারের দায়িত্ব পালন এবং নিজের বেকারত্ব জীবনকে কর্মের মাধ্যমে পরিচালনা করার জন্যই মূলত প্রতিটি মানুষ বিদেশে অবস্থান করেন। বিদেশে থাকা কোন মানুষের পক্ষে আনন্দ হতে পারে না বরং এটি হচ্ছে কষ্টকর। প্রতিটি মানুষের বাস্তব জীবন সম্পর্কে পর্যালোচনা করলেই আমরা এসব কথা জানতে পারি। বিদেশে থাকা প্রতিটি মানুষের বাস্তব জীবন উপলব্ধি করলেই আমরা তাদের কষ্টের অনুভূতিগুলো সহজেই অনুভব করতে পারি।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রবাসীদের কষ্ট কে বোঝেনা। প্রবাসীদের মনের কষ্ট বোঝার চেষ্টাও পরিবার কিংবা আত্মীয়-স্বজন কেউ করে না। প্রবাসী ব্যক্তিগত শুধুমাত্র নিজের শ্রম দিয়ে উপার্জন করেন এটা কষ্ট নয় তারা মানসিকভাবে অনেক কষ্টে থেকে থাকেন। দেশের বাইরে থাকার কষ্ট শুধুমাত্র একজন প্রবাসী বুঝবেন। প্রবাসীদের কষ্ট অন্যের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস গুলো উল্লেখ করবো আমরা আমাদের আজকের আলোচনায় নিচে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস গুলো উল্লেখ করছি।
১। শুধুমাত্র প্রবাসীরাই জানে প্রবাস জীবন কতটা কষ্টের। হাজারও কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীরা খুশি থাকে।
২। প্রবাস জীবনের কষ্টগুলো কারো কাছে শেয়ার করার মতো না। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
৩। প্রবাসীরা কষ্টে থাকলেও মুখে হাসি রেখে বলে ভালো,,,,,., নিজের জীবন পুড়িয়ে,,,.,. অপরকে দেয় আলো।
৪। দুর প্রবাসে থাকে যারা অনেক কষ্ট করে,,.,,,আপন জনের পায়না দেখা কতদিন ধরে,,,,,ঝড় বৃষ্টি রোদ গরমে মরছে তারা খেটে,,,,,তাদের জন্যে প্রাণ কাঁদে বুক যায় ফেটে,,,,
৫। প্রবাস জীবন হলো নিজের আশা সুখ সব বির্সজন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো,,,, প্রবাস মানে কিছু কাছে সব কিছু বিসর্জন দেওয়া।
৬। প্রবাসীরা হলো একেকটা জ্বলন্ত মোম বাতির মতো,,,,,, নিজে জ্বলে সবাইকে আলোকিত করে।
৭। প্রবাসীরা তার সুখের চেয়ে তার পরিবারের সকল সদস্যের সুখের কথা বেশী ভাবে। আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে।
৮। জীবন বাজি রেখে তারা লড়ে যাচ্ছে দৈনিক,,,.,., কষ্ট দুখে অনাহারে এইতো জীবন যাচ্ছে,, প্রবাসীদের রক্ত ঘামে কতো মানুষ খাচ্ছে।
বিদেশে থাকা নিয়ে কিছু কথা ২০২৫
অনেকেই দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে বিদেশে দীর্ঘদিন যাবত জীবন যাপন করে থাকেন। তবে বাংলাদেশের বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণে কর্মসংস্থানের উদ্দেশ্যে অধিকাংশ মানুষ প্রবাস জীবন অতিবাহিত করে থাকেন অর্থাৎ বিদেশে জীবন যাপন করে থাকেন। বিদেশে থাকার জন্য প্রতিটি মানুষ মানসিকভাবে নিজের জীবনের সকল ইচ্ছা অনুভূতিগুলো বিসর্জন দেন। তারা মূলত নিজের জীবনের সমস্ত কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে হাসিমুখেই স্বার্থ ত্যাগ করেন। তাই বিদেশে থাকা প্রতিটি মানুষের বাস্তব জীবন সম্পর্কে আপনাদের সকলকে জানাতে আমাদের ওয়েব সাইটে আজকে বিদেশে থাকা নিয়ে কিছু কথা ২০২৩ প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে। যে তথ্যগুলোর আলোকে আপনারা প্রত্যেকেই বিদেশে থাকা নিয়ে বাস্তব কিছু কথা জেনে নিতে পারবেন। নিচে আমাদের বিদেশে থাকা নিয়ে কিছু কথা ২০২৩ প্রতিবেদনটি প্রকাশ করা হলো:
৯। প্রবাসে পাখির ডাকে ভোরে ঘুম ভাঙে না, ভাঙে ঘড়ির অ্যালার্মে। যেন যন্ত্রের সঙ্গে জীবনের সুতোটা বাঁধা। অ্যালার্ম সুতোটা টান দিয়ে জানিয়ে দেয় ওঠ ওঠ, কাজে যেতে হবে, এভাবেই প্রবাসীদের দিন শুরু হয়।
১০। দুঃখের জীবন মানেই প্রবাসের জীবন,,,,.,,যেখানে চেপে রাখা কষ্ট আর চোখের পানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না।।
১১। স্বপ্ন ছিল বাঁধব ঘর , প্রবাস আমায় করল পর, জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় প্রবাসে।
১২। প্রবাস জীবন কত সুখের জানে শুধু ওরা,,,,,,উপরে সুখের প্রলেপ ভিতরটা কষ্টে ভরা,,,,,, সংসারটাকে করতে সুখি খাটে দিন রাত,,,,,মজবুত করে অর্থনীতি রেমিটেন্সের খাত,,,।
১৩। প্রবাস হলো হাসি নয়, চোখের অশ্রু জল,,,,,,। প্রবাস হলো ভাঙ্গা বুকে জীবন গড়ার বল,,।
১৪। দূরত্ব হৃদয়কে অনুরাগী করে তোলে, কিন্তু এটি দুঃখের সাথে ব্যথাও করে।
১৫। প্রিয় জনের সান্নিধ্য যে কাছ থেকে পায়.,.,., সে জানেনা তার মূল্য কতটুকু। একজন প্রবাসী জানে প্রিয় জনের কাছে থাকার মানে। -নিঃসঙ্গ প্রবাসী।