জুম্মা মোবারক স্টাটাস ২০২৫ , জুম্মা মোবারক উক্তি
জুম্মা মোবারক বলতে সাধারণত সপ্তাহে শুক্রবার জুমার নামাজের দিনকে বুঝিয়ে থাকে। জুমার নামাজের এই দিনে প্রতিটি মুসলিম পুরুষ জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে মসজিদে একত্রিত হয়ে থাকে। জুমার নামাজে তারা ইমামের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মাধ্যমে জামাতে জুমার নামাজ আদায় করে থাকে। জুমার নামাজ সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন। জুমার নামাজের এই দিনকে গরিবের হজের দিন বলা হয়। এই দিনে মহান আল্লাহ তাআলা জুমার নামাজের উসিলা করে অনেক বান্দা জীবনের সমস্ত গুনাহ ও অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে কবুল করে নিন। তাইতো পবিত্র জুমার দিনে ধর্মপ্রাণ মুসলিম পুরুষগণ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যথাসময়ে মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত হয়ে থাকে। বন্ধুবান্ধব কিংবা পরিচিত সকলকে জুমার নামাজের প্রতি উৎসাহ প্রদানের জন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জুম্মা মোবারক নিয়ে বিভিন্ন ধরনের বাণী কিংবা স্টাটাস শেয়ার করে থাকেন। তাই আমরা আজকে জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৩ জুম্মা মোবারক উক্তিগুলো তুলে ধরেছি। যেগুলো আপনাদের সকলের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে।
সারা বিশ্বের প্রতিটি মুসলিম মানুষের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্রতম একটি দিন হচ্ছে জুম্মা মোবারক এর দিন অর্থাৎ শুক্রবার। সাপ্তাহিক এই পবিত্রতম দিনটিতে প্রতিটি মুসলিম জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হয়ে ইমামের সাথে অর্থাৎ জামায়াতে জুমার নামাজ আদায় করে থাকে। জুমার নামাজ সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন এই দিনকে গরিবের হজের দিন বলা হয়। হজের যেমন প্রতিটি মুসলিম নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহর প্রিয় ঘর কাবা প্রদক্ষিণ করে থাকে এবং কাবা ঘরে সালাত আদায় করে থাকে তেমনি শুক্রবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসলিম পুরুষ গণ যথাসময়ে জুমার নামাজের উদ্দেশে মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে থাকে এবং সকলের সাথে আন্তরিকতা বিনিময় করে।
এই দিনের মাধ্যমে তারা মহান আল্লাহ তায়ালার কাছে তাদের জীবনের গুনাহ গুলো ক্ষমা করার সুযোগ পেয়ে যায়। আল্লাহ তা’আলা জুমার দিনের এই উসিলা করে অনেক বান্দার জীবনের সমস্ত অপরাধ ও গুনা ক্ষমা করে তাদেরকে কবুল করে নেন। মহান আল্লাহ তাআলার এই পবিত্রতম জুমার নামাজের তিনটি প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে তারা নিজে যথাসময়ে জুমায় উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করে থাকে এবং বন্ধুবান্ধব পরিচিতদের সকলকে জুমার নামাজের প্রতি আহ্বান জানাই।
জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৫
জুম্মা মোবারক বলতে সাধারণত প্রতি সপ্তাহে শুক্রবার অর্থাৎ জুমার নামাজের দিনকে বুঝিয়ে থাকে। এই দিন সপ্তাহের একটি পবিত্রতম শ্রেষ্ঠ দিন যেদিন প্রতিটি মুসলিম পুরুষ জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হয়ে সালাতের মাধ্যমে জুমার নামাজ আদায় করে থাকে। জুমার নামাজের এই দিনটিকে গরিবের হজের দিন বলা হয় কেননা এই দিনে প্রতিটি মুসলিম পুরুষ একত্রিত হয়ে ইমামের পিছনে জুমার নামাজ আদায় করে থাকেন। অনেকেই জুমার নামাজের এই দিনে বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষদের জুমার নামাজের প্রতি উৎসাহ ও আহ্বান জানানোর জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জুম্মা মোবারক স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকেন। তাদের জন্য আজকে জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৫ তথ্যগুলো তুলে ধরেছি যেগুলো আপনারা জুম্মা মোবারকের এই দিনে আপনার বন্ধু বান্ধব কিংবা পরিচিতদের জুম্মার নামাজের প্রতি আহ্বান জানানোর জন্য শেয়ার করতে পারবেন। নিচে জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৫ জুম্মা মোবারক নিয়ে সকল স্ট্যাটাস তুলে ধরা হলো,
কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক
শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক
বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক
আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক
সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক
নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক
নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক
শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক
নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক
নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক
শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক
আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক
সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা :
মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক
সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক
আকাশ খেলে হোলি,
নিয়ে কৃষ্ণচূড়ার আবিব,
প্রকৃতির এ খেলার সাথে আজ আমিও হয়েছি শামিল ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
রঙের পরশ লেগেছে বনে
প্রেমের পরশ জেগেছে মনে
পাখিদের কলতানে আজ সুরেলা বনানী
সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত।
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!!
পাখির কলতানে ,ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন ,
প্রকৃতি যে করেছে এই অপার আয়োজন ।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
রঙে রঙে রঙিল আকাশ,
গানে গানে নিখিল উদাস।
যেন চল-চঞ্চল নব পল্লব দল,
যেন চল-চঞ্চল নব পল্লব দল,
মর্মরে মোর মনে মনে। ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!!
প্রভাতে জাগিয়া আগামীর পথে নতুন স্বপ্ন বুনন;
করো পরিশ্রম সততার সাথে তবেই হবে স্বপ্নপূরণ।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
উৎসবে,বিপদে,দুর্ভিক্ষে,শত্রুর সঙ্গে সংগ্রামকালে,
রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে,সে-ই প্রকৃত বন্ধু।~ শুক্রবারের শুভেচ্ছা রইল!! Happy Friday!!
বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক
জুম্মা মোবারক স্ট্যাটাস
আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক
সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক
১০টাকার নামাজ শিক্ষার
বইয়ে যা আছে,
– পৃথিবীর দামী বইয়েও তা নেই !
জুম্মা মোবারক
দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
জুম্মা মোবারক
জুম্মা মোবারক উক্তি
সপ্তাহের একটি শ্রেষ্ঠ ও পবিত্রতম দিন হচ্ছে জুমার দিন। এই দিনের গুরুত্ব প্রতিটি মুসলিমের জীবনী রয়েছে তাই তো মুসলিম মহমনীষীগণ জুম্মা মোবারক নিয়ে তাদের জীবনে গুরুত্বপূর্ণ উক্তিগুলো তুলে ধরেছেন। যেগুলো প্রতিটি মুসলিমের জীবনে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে সাহায্য করবে। তাইতো অনেকে জুম্মার নামাজের গুরুত্ব জানার জন্য জুম্মা মোবারক উক্তিগুলো অনুসন্ধান করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে। আমরা আপনাদের উদ্দেশ্যে জুম্মা মোবারক উক্তিগুলো তুলে ধরেছি আপনারা জুম্মা মোবারক উক্তিগুলো সংগ্রহ করে আপনার বন্ধু বান্ধব কিংবা পরিচিত সকলকে জুম্মা মোবারক জানানোর জন্য কিংবা জুমার নামাজের প্রতি আহ্বান জানাতে শেয়ার করতে পারবেন। নিচে জুম্মা মোবারক উক্তি গুলো তুলে ধরা হলো:
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)
তুমি ফিরে যাও আল্লাহর দিকে
সৌভাগ্য ফিরবে তোমার দিকে
জুম্মা মোবারক
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই
যাকে তুমি আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর
“জুম্মা মোবারক”
তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,
যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
জুম্মা মোবারক