হিরো এক্সট্রিম ১২৫ সিসি বাইকের দাম
সুখবর সুখবর সুখবর মোটরসাইকেল ক্রেতা ভাই-বোন বন্ধুদের জন্য সুখবর। আসিতেছে বাংলাদেশে এই প্রথম ১২৫ সিসি সেগমেন্টে আকর্ষণীয় একটি মোটরসাইকেল। hero xtreme 125 শিশির আকর্ষণীয় একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটির দাম ফিচারসহ প্রয়োজনীয় সকল তথ্য জানতে আমাদের আলোচনাটির সাথে যুক্ত থাকুন। সম্মানীয় পাঠক বন্ধুগণ আপনারা যারা ১২৫ সিসি সেগমেন্ট এর মধ্যে দারুন লুকস এর সাথে ভাল পাওয়ার পারফরমেন্স যুক্ত একটি মোটরসাইকেল ক্রয় করতে আগ্রহী তারা পছন্দের তালিকায় রাখতে পারেন হিরো এক্সট্রিম 125 আর মোটরসাইকেলটি। ২০২৪ সালে লঞ্চ খ্রিত এই মোটরসাইকেলটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে অনলাইন সহ সকল ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন এই মোটরসাইকেল।
আমরা আমাদের এই প্রতিবেদনটির মাধ্যমে মোটরসাইকেলটির সকল ফিচার মূল্যসহ প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে সহযোগিতা করব আপনাদের। সুতরাং আমাদের সাথে থেকে মোটরসাইকেলটির বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নিয়ে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করুন।
হিরো এক্সট্রিম ১২৫ সিসি বাইকের দাম
হিরো কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একটি মোটরসাইকেল প্রকাশ করেছে যেটির নাম হচ্ছে হিরো এক্সট্রিম। ১২৫ সিসি মোটরসাইকেল হিসেবে এটি খুবই আধুনিক ভিসা নিয়ে উপস্থিত হয়েছে সেই সাথে বাইকটির ডিজাইন আকর্ষণীয় খুব সহজেই মানুষের নজর কাটতে পারে এই মোটরসাইকেল মোটরসাইকেলটির দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে অনেকেই উপস্থিত হচ্ছেন, তাদের সহযোগিতার কথা চিন্তা করে আমরা এখানে হিরো এক্সট্রিম ১২৫ সিসি বাইকের দাম প্রদান করছি। বাকির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকা। বাইকের ফিচার ও ডিজাইনের উপর ভিত্তি করে দাম নির্ধারণ সঠিক বলে মনে করছি আমরা অবশ্যই এই বাইকটি সঠিক মূল্যে প্রকাশ করেছেন হিরো কোম্পানি।
ইঞ্জিনএবংকর্মক্ষমতা:
ইঞ্জিনেরধরন: 124.7cc, এয়ার-কুলড, 4-স্ট্রোক, এককসিলিন্ডার
পাওয়ার: 11.4 HP @ 8250 rpm
টর্ক: 10.5 Nm @ 6000 rpm
ট্রান্সমিশন: ৫-স্পীডগিয়ারবক্স
সর্বোচ্চগতি: ১১০কিমি/ঘন্টা
মাইলেজ: প্রায় ৬৩কিমি/লি
লাইট: LED হেডল্যাম্পএবংটেলল্যাম্প
ইন্সট্রুমেন্টক্লাস্টার: স্পিডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটারএবংফুয়েলগেজসহডিজিটালডিসপ্লে
ব্রেক: ২৭৬মিমিফ্রন্টডিস্কব্রেকসহ সিংগেল-চ্যানেল ABS; পিছনে১৩০মিমিড্রামব্রেক
সাসপেনশন: ৩৭মিমিপ্রচলিতসামনেরকাঁটা; পিছনেজলবাহীশকশোষক
চাকাএবংটায়ার: টিউবলেসটায়ারসহঅ্যালয়হুইল
ওজন: ১৩৬কেজি
আসনউচ্চতা: ৭৯৪মিমি
জ্বালানীট্যাঙ্কক্ষমতা: ১০লিটার
হিরো এক্সট্রিম ১২৫ সিসি বাইকের ফিচার
১ লক্ষ ৭১ হাজার টাকায় এই বাইকটির মধ্যে কি কি ফিসার রয়েছে তা জেনে নেওয়া অবশ্যই জরুরি বাইক কেনার পূর্বে। বর্তমান দেশে ১২৫ সিসি বাইকের মধ্যে যে সমস্ত ফিচার রয়েছে সবগুলোর থেকে আধুনিক ফিচার নিয়ে উপস্থিত হয়েছে এই বাইকটি। বাড়ির বিবেচনায় খুবই আকর্ষণীয় ফিচার নিয়ে উপস্থিত হয়েছেন হিরো এক্সট্রিম 125 সিসি বাইক। বাইকটির টায়ার ইঞ্জিন সহ সমস্ত ফিচার নিচে প্রদান করা হচ্ছে: