যৌতুক নিয়ে কিছু কথা ২০২৫| যৌতুক নিয়ে ইসলামিক স্ট্যাটাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানীয় উপস্থিত ভাই ও বোন আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আপনাদের মাঝে কারণ আমরা টাইটেলে তা সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্মানীয় উপস্থিতি আপনাদের সকলকে আমরা সহযোগিতা করব যৌতুককেন্দ্রিক কিছু কথা প্রদান করে এছাড়াও আমাদের আলোচনার মাধ্যমে আপনারা যৌতুক নিয়ে ইসলামিক স্ট্যাটাস সম্পর্কিত বিষয় সম্পর্কে জেনেই উপকৃত হতে পারবেন।

সম্মানীয় ভাই ও বোন আপনারা সকলেই জানেন ইসলামে যৌতুক হারাম। এরপরেও বর্তমান যৌত ুক নেওয়ার বিষয়টি খুবই সহজ হয়ে গেছে সকলেই যৌতুক নিয়ে বিয়ে করে থাকেন। তবে এটি ইসলাম সরাসরি নিষিদ্ধ করেছেন এরপরেও মানুষ এমনটা করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশে এমনটা নেই তবে বাংলাদেশে এর প্রভাব অনেক বেশি বিশেষ করে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে যৌতুক তারা বিয়ের সংখ্যা খুবই কম। বিশেষ করে দিনাজপুর নীলফামারী রংপুর লালমনিরহাট সহদেশের অন্যান্য বেশ কিছু অঞ্চলে যৌতুকের প্রভাব অনেকটাই বেশি। তাই আমরা চেষ্টা করছি যৌতুককে কেন্দ্র করে ইসলামিক কথাগুলো সমাজে তুলে ধরার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এমন আগ্রহ অনেকের মাঝে লক্ষ্য করা যায় তাইতো আমরা নিজেরাই ইসলামিক স্ট্যাটাস গুলো নিয়ে এসেছি তাদের উপর ভিত্তি করে।

সুতরাং আমাদের প্রতিবেদনটি অনুসরণ করার মাধ্যমে আপনি যৌতুকের বিষয় সম্পর্কে রুখে দাঁড়াতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার মত বিষয় জানতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন। এমন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরে আমরা নিয়ে এসেছি এই আলোচনা আলোচনা সাপেক্ষে আমাদের সাথে থেকে যৌতুক কেন্দ্রিক কথাগুলো সম্পর্কে জানুন।

যৌতুক নিয়ে কিছু কথা ২০২৫

যৌতুক হচ্ছে ইসলামে সম্পূর্ণরূপে হারাম । এরপরেও যৌতুককে কেন্দ্র করে তেমন কথা বলেন না অনেকেই অবশ্যই এ বিষয়ে কঠিন থেকে কঠিনতম কথা বলতে হবে। যারা ইসলাম প্রচার করেন তারা অবশ্যই এই ধরনের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সমাজ থেকে যৌতুক বিদায় করতে হলে আমাদের কঠিন হতে হবে। আমরা মূলত ইসলাম সম্পর্কিত বিষয় সম্পর্কে তেমন জ্ঞান রাখি না। অনেকেই ভেবে থাকি নামাজ রোজা হজ যাকাত দান সদকা করলেই আমরা ভালো মানুষ হতে পারব এমনটা নয় ইসলাম যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে পরিপূর্ণ রূপে মেনে চলতে হবে আমাদের তাহলে আমরা সঠিক ঈমানদার মুসলিম হতে পারব। প্রিয় ভাই ও বোন যৌতুক কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ প্রকাশ করছি:

  • মেয়েরা হলো আল্লাহর দান তবে কেন যৌতুক চান।
  • যৌতুক প্রথার মাধ্যমে  একজন পুরুষ স্ত্রীকে নয় বরং টাকার কাছে বিক্রি হয়ে যায়।
  • অর্থের বিনিময়ে যদি কোন পুরুষ নারীকে বিবাহ করতে সম্মত হয়তাহলে সে কোন পুরুষই নয়।
  • যৌতুক গ্রহণ সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ।
  • যৌতুক এক অভিশপ্ত সামাজিক ব্যাধিবহু নারীরা এই ব্যাধিতে অভিশপ্ত জীবন ধারী।
  • যৌতুকের জন্য যে পুরুষ নারীর উপর হাত পা তুলেসেই পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ ভিখারি।
  • যৌতুক প্রথাই নারী নির্যাতনের অন্যতম উপায়।
  • যৌতুক এক অভিশপ্ত সামাজিক ব্যাধিবহু কবীরা গুনাহর সমষ্টি।
  • কনের বাবা-মায়ের ভালোবাসাই বরের জন্য উত্তম যৌতুক।
  • যৌতুকের কারণে দাম্পত্য জীবন অনেক অশান্তি হয় তাই আমাদের উচিত যেহেতু খুব থেকে বিরত থাকা।
  • যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি ও অভিশাপ।
  • ছেলে পক্ষের বরাবরই যৌতুকের প্রতি দৃষ্টি থাকেতবে সব ছেলে পক্ষ এক নয়।
  • যৌতুক নেওয়া জঘন্য পাপযৌতুক নেয় সমাজের নিকৃষ্ট মানুষগুলো।
  • বাল্য বিবাহ বন্ধ চাই যৌতুক বন্ধের বিকল্প নেই।
  • কোনো স্বামী যদি স্ত্রীর কাছ থেকে যৌতুক নেয় বরং সেই স্বামী স্ত্রীর কাছে বিক্রি হয়ে যায়।
  • একজন মুসলিম হিসেবে আমাদের উচিত যৌতুক না নেওয়া।

যৌতুক নিয়ে ইসলামিক স্ট্যাটাস ২০২৫

  • যৌতুক ইসলাম নিষিদ্ধ করেছে, অথচ মানুষই বানিয়েছে রীতি। 💔

  • যৌতুক নেয়া হারাম, কিন্তু অনেকেই এটাকে হক মনে করে। 😔

  • হালাল বিয়ে শুরু হয় সম্মতিতে, শেষ হয় তাওয়াক্কুলে; যৌতুকে নয়। 🕋

  • ইসলাম কখনো যৌতুক বাধ্যতামূলক করেনি, মানুষই করেছে। 🙏

  • যার ঈমান আছে, সে যৌতুকের নামে কারও অধিকার কেড়ে নেয় না। 🌿

  • যৌতুক নয়, তাকওয়াই সফল দাম্পত্য জীবনের চাবিকাঠি। ❤️

  • ইসলামে যৌতুক নয়, বরং ‘মাহর’ ফরজ করা হয়েছে। 🕌

  • যৌতুকের নামে মেয়ের পরিবারকে কষ্ট দেওয়া অন্যায় ও গুনাহ। ❌

  • নবীজি ﷺ বলেছেন, “সর্বোত্তম বিবাহ সেই যা সবচেয়ে সহজ।” 🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *