বিজয় দিবস নিয়ে কবিতা ২০২৪
বিজয় দিবস নিয়ে সুন্দর কবিতা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এই আলোচনাটির মাধ্যমে। আমাদের আলোচনাটির মাধ্যমে বিজয় দিবস কে কেন্দ্র করে তৈরিকৃত সেরা মানের কবিতাগুলো সংগ্রহ করতে পারবেন আপনি। যারা কবিতা পড়তে পছন্দ করেন ছোট বড় কবিদের লেখা কবিতা গুলো পড়ার আগ্রহ রয়েছে তারা আমাদের আলোচনা থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে লেখা ছোট বড় কবিতা গুলো পড়তে পারেন আমাদের আলোচনায় ।
আলোচনা সাপেক্ষে বিজয় দিবসের সুন্দর কবিতা গুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে। আশা রাখছি সুন্দর এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা ছোট ছোট কবিতা গুলো বাছাই করে এই আলোচনায় যুক্ত করেছি তাই বলতে পারি আমাদের আলোচনায় থাকা সুন্দর এই বিজয় দিবসের লেখা কবিতা গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা মূলত স্ট্যাটাস ক্যাপশন হিসেবে ব্যবহার উপযোগী সুন্দর এই কবিতাগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে তাই নিঃসন্দেহে আমাদের আলোচনা থেকে বিজয় দিবসের সেরা কবিতাগুলো সংগ্রহ করে নিন এখান থেকে। আপনাদেরকে বিজয় দিবসের কবিতা প্রদান করে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে কাজ করেছি আমরা। সময় নিয়ে আমাদের সাথে থেকে সুন্দর কবিতা গুলো সংগ্রহ করুন আশা করছি আমাদের আলোচনা থাকা কবিতা গুলো আপনাদের ভালো লাগবে।
বিজয় দিবস নিয়ে কবিতা ২০২৪
আপনি কি বিজয় দিবসকে কেন্দ্র করে কবিতা খুঁজছেন এবং এমন অনুসন্ধান করে আমাদের আলোচনায় উপস্থিত হয়েছেন। তাহলে আমাদের আলোচনা থেকে কবিতা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের আলোচনায় থেকে সেরা কবিতা গুলো সংগ্রহ করতে চাইলে সময় নিয়ে কবিতা নির্বাচন করুন। বিভিন্ন সুন্দর সুন্দর কবিতা রয়েছে আমাদের আলোচনায়।
বিজয় দিবস
( মাশায়েখ হাসান )
৭১’এর এই দেশেতে
হানাদার হানা দেয়।
দেশকে স্বাধীন করতে বাঙ্গালী
অস্ত্র তুলে নেয়।
৭১’এর এই দিনেতে
হয় সীমাহীন যুদ্ধ।
যার কাহিনী শুনলে মোদের
শ্বাস হয়ে যায় রুদ্ধ।
৩০ লক্ষ শহীদ আর
মা-বোনের বিনিময়।
স্বাধীন বাংলাদেশ এর ঘটে
উদার অভ্যূদয়।
১৬ই ডিসেম্বর
( অন্তু সরকার প্রণব )
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে
অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ
শহীদ হয়ে গেছে।
৪২ বছর পরে এসে
ষোলই ডিসেম্বরে
দেশকে মোরা কী দিয়েছি
দেখি হিসাব করে।
বিজয় দিবস নিয়ে ছোট কবিতা
বড় কবিতাগুলো অনেকেই পছন্দ করেন না। অনেকেই চেয়ে থাকেন ছোট সুন্দর কবিতাগুলো তাই আমরা ছোট কবিতা গুলো পৃথকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়ে বিজয় দিবসের ছোট কবিতা টাইটেল এর সাথে যুক্ত করেছি এমন কবিতাগুলো। নিঃসন্দেহে আমাদের আলোচনা থেকে বিজয় দিবসের ছোট কবিতা গুলো সংগ্রহ করতে পারেন। আশা রাখছি এই ছোট কবিতা গুলো আপনি বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা হিসেবে ও ব্যবহার করতে পারবেন এছাড়াও স্ট্যাটাস সহ অন্যান্য প্রয়োজনে ব্যবহার উপযোগী, এই কবিতা গুলো সংগ্রহ করে নেন এখান থেকে:
বিজয়ের দিন
( তাসনিয়া আহমেদ )
বাংলাদেশে পাক-শাসনের আসন যেদিন টলে,
সেদিনটাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।
বিজয় কিন্তু অনেক দামী; সহজলভ্য নয়।
মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।
লাল সবুজের পতাকাটার আজকে খুঁটি শক্ত;
আনতে সেটা,বীর সেনারা দিয়েছিলো রক্ত।
বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায়না মোটে।
তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।
বিজয় দিবস রক্তে ধোয়া,বীর শহীদের স্মৃতি।
বিজয় নিয়েই আজকে লেখা-কবিতা আর গীতি।
বিজয় মাখা ফুলে-পাতায়,বিজয় সবুজ ঘাসে।
বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে!
পাগলী মা’টা
( জনি হোসেন )
ফিরে এল বিজয় দিবস
নেইতো খোকা ঘরে,
সেই যে গেল আর এলোনা
যুদ্ধে একাত্তরে।
স্বপ্ন বোনে পাগলী মা’টা
ফিরবে খোকা কবে,
ফুলেল মালা গলে দিবে
ফুল ঝরে যায় টবে।
ছেলে আসবে,আসবে ছেলে
পাগলী মা’টা চ্যাঁচায়,
পাগলী মা’টা রুক্ষ সুক্ষ
যত্ন নিতে কে চায়?
প্রতিবারে বছর শেষে
বিজয় যখন আসে,
ছেলে হারা পাগলী মা’টা
দাঁত খিলিয়ে হাসে।
১৬ ই ডিসেম্বর
( তানজিম এ আল আমিন )
বছর ঘুরে আবার এলো ষোলই ডিসেম্বর
বিজয় গানে উঠলো মেতে মানুষ আপামর।
একাত্তর এর সেই সে বিজয়
করলো স্বাধীন সকল হৃদয়
শোষন ত্রাসন করলো বিদায়
করলো নতুন সূর্য উদয়
সেই সূচনায় আমরা সবাই স্বাধীন নিরন্তর,
বছর ঘুরে আবার এলো ষোলই ডিসেম্বর।