বিজয় দিবসের বিখ্যাত কবিতা 2024

বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবসকে কেন্দ্র করে বিখ্যাত ছোট বড় কবিতাগুলো আপনাদের মাঝে প্রদান করার আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছি আমরা। সম্মানীয় পাঠক বন্ধুগণ বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ জ্ঞানী ব্যক্তিদের লেখা সুন্দর সুন্দর কবিতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ নিয়ে কাজ করেছি আমরা।

বিজয় দিবস উপস্থিত হওয়ার সাথে সাথেই অনেকেই এই ডিভোর্সটিকে কেন্দ্র করে ছোট বড় কবিদের লেখা সুন্দর ছোট বড় কবিতাগুলো সংগ্রহ করার আগ্রহ দেখিয়ে থাকেন। তাই আমরা চেষ্টা করেছি আমাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে কবিতাগুলো প্রদান করে সহযোগিতা করতে। অর্থাৎ আপনারা যারা কবিতাগুলো সংগ্রহ করার আগ্রহ নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে থেকে কবিতাগুলো সংগ্রহ করতে পারেন। কবিতা পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কম রয়েছে তবে ডিভোর্স উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো খুবই জনপ্রিয়তা পেয়ে থাকে। অনেকেই কবিতার লাইনগুলো স্ট্যাটাস ক্যাপশন ও এসএমএস হিসেবে ব্যবহার করে থাকেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই দিবসকে কেন্দ্র করে অনেকেই স্ট্যাটাস প্রদান করেন এবং ছোট কবিতা গুলো স্ট্যাটাস গ্রুপে প্রদান করার আগ্রহ লক্ষ্য করা যায় অনেকের মাঝে।

বিজয় দিবসের বিখ্যাত কবিতা ২০২৪

আপনি কি বিজয় দিবসের বিখ্যাত কবিতা গুলো খুঁজে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাহলে এবারের বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে জানুন। অনলাইন থেকে কবিতা পড়ার আগ্রহ দেখা যাচ্ছে অনেকের মাঝে বিশেষ করে উৎসবকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো খুবই ভাইরাল অনলাইনে। অনলাইন ভিত্তি গিয়েই আলোচনাটির মাধ্যমে আপনাদেরকে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লেখা বিখ্যাত কবিতাগুলোর বিষয় সম্পর্কে জানানো হবে। নিচে সুন্দর সুন্দর কবিতা গুলো প্রদান করে সহযোগিতা করা হচ্ছে:

বিজয় তুমি – ফয়েজ হাবীব

বিজয় তুমি সুখের ভূমি
বীর বাঙ্গালির অন্তরে
স্বাধীন টানে গানে গানে
উঠলো গেয়ে মনতো রে ।
বিজয় প্রেমে বিজয় ফ্রেমে
নীল আকাশে সবুজ লাল
বিজয় পেয়ে হেসে গেয়ে
সামনে চলার মুক্ত পাল ।
বিজয় বোধে প্রতিরোধে
হঠাৎ জালিম পিছুটান
রক্তে লেখা বিজয় দেখা
বিলীন হওয়া কিছু মান ।
প্রাণের বিজয় আহা কী জয়
বীর বাঙ্গালির গর্ব ধন
ডিসেম্বরে একাত্তরে
পাক বাহিনীর খর্ব মন ।

স্বাধীন দেশে
কয়েস আহমদ মাহদী

ভাই-বোনদের সাহস ছিলো
ছিলো অনেক গুন
দেশকে স্বাধীন করার জন্য
দিলো বুকের খুন ৷
স্বাধীন হয়েও জালেমগুলো
চলে মহা সুখে
নিরপরাধ মানুষ দেখো
মরে কতো দুখে।
রক্তে কেনা স্বাধীন দেশে
সইব কত বল
অনিয়ম চাইনা আর
এক সাথে ভাই চল।

বিজয়ের গান 

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস আমার।

তোমার সবুজ শ্যামল মাঠ,
তোমার নীল দিগন্ত।
তোমার সবকিছু আমার,
আমার প্রাণের মতন।

তোমার মুক্তিযু*দ্ধের ইতিহাস,
আমার গৌরব।
তোমার বীর মুক্তিযো*দ্ধা,
আমার গর্ব।

তোমার স্বাধীনতা,
আমার স্বপ্ন।
তোমার সমৃদ্ধি,
আমার আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *