পলাশ ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ২০২৫| পলাশ ফুলের ছবি
পলাশ ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ২০২৫| পলাশ ফুলের ছবি: পলাশ ফুল প্রেমী ব্যক্তিদের জন্য এই আলোচনা। ফুলকে ভালোবেসে অনেকেই ফুল কেন্দ্রীয় স্ট্যাটাস ক্যাপশন গুলো অনুসন্ধান করে। শুধু তাই নয় অসংখ্য মানুষ আমাদের আলোচনায় এসে থাকেন পলাশ ফুলের ছবি সংগ্রহ করার জন্য। অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় একটি ফুল হচ্ছে পলাশ। পলাশ ফুলকে কেন্দ্র করে স্ট্যাটাস ক্যাপশন সংগ্রহ করার আগ্রহ লক্ষ্য করা যায় অনেকের মাঝে। আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে পলাশপুর কে কেন্দ্র করে সুন্দর কিছু ক্যাপশন প্রদান করে সহযোগিতা করব শুধু তাই নয় এই আলোচনা থেকে আপনি পলাশ ফুলের ছবি ও স্ট্যাটাস সংগ্রহ করে উপকৃত হতে পারবেন।
পলাশ ফুল কম ব্যবহার হলেও এর সৌন্দর্য অনেক বেশি। এরপরেও অসংখ্য মানুষ বিভিন্নভাবে এই ফুলের সাথে সম্পর্ক তৈরি করে পলাশ ফুলের ছবি সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করে অসংখ্য মানুষ অনলাইনে আসেন। পলাশ ফুলের প্রতি মানুষের আগ্রহ রয়েছে অনেকেই তো নিজের পছন্দের ফুল হিসেবে পলাশ ফুল নির্বাচন করেছেন। বিভিন্ন সময়ে এই ফুলকে কেন্দ্র করে স্ট্যাটাস ক্যাপশন গুলো সংগ্রহ করে থাকেন অনেকেই তাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই আলোচনাটি নিয়ে এসেছি যেখানে পলাশ ফুলের ছবির পাশাপাশি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো প্রদান করে সহযোগিতা করা হবে।
পলাশ ফুলের ছবি
যারা চাচ্ছেন পলাশ ফুলের সুন্দর কিছু ছবি সংগ্রহ করতে তারা এখান থেকে কয়েকটি ছবি দেখে নিতে পারেন। আমরা সাধারনত ছবিগুলো প্রদান করে থাকি না তবে অনেকেই ছবি সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করে তাই এখানে কিছু সংখ্যক ছবি প্রদান করে ফুলের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি অনেকেই পলাশ ফুলের সৌন্দর্যের বিষয় সম্পর্কে জানেনা তারা ছবির মাধ্যমে তার সৌন্দর্যের বিষয় সম্পর্কে জানতে পারবে।
১. পলাশ ফুলের শোভা দেখে কেমন জানি করে মন
অনেক পলাশ মিলে আজ করছে শান্তিনিকেতন,
অনেক দূরে নিকেতনে পলাশ তুমি থেকো ভালো
আজকের এই বিশেষ দিনে ছড়াবে রংয়ের আলো।
২. এই বসন্তে, পলাশেরা গান গায় পূর্ণিমা রাতে!
ভোরে এলে ঝরে পড়ে শূন্য ভূমিতে,
ঝরে পড়ে সবার অগোচরে,
তবুও তারা গান গায় প্রতিদিন,
কিন্তু গানের রেশ থেকে যায় মনের গভীরে।
৩. পলাশ আজ রাগ করেছে, তাইতো ধুলায় শুয়ে,
দিব্যি বলছি, এই দেখ তোর মাথায় হাত দিয়ে,
যাবনা আর শিমুল বনে, সবার সাথে আড়ি,
এখন থেকে কেবল তোকেই ডাকবো আমার বাড়ি।
৪. হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল,
এনে দে এনে দে, নইলে….
রাঁধবো না, বাঁধবো না চুল….
৫. “পলাশ ফুলের মউ পিয়ে ওই
বউ- কথা- কও উঠল ডেকে।
শিস দিয়ে যায় উদাস হাওয়া
নেবু ফুলের আতর মেখে।।”
— কাজী নজরুল ইসলাম
পলাশ ফুল নিয়ে ক্যাপশন
সুন্দর এই ফুলটিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ লিখতে পছন্দ করেন এবং আগ্রহ প্রকাশ করেন। তাদের কথা চিন্তা করে আমরা পলাশ ফুলকে কেন্দ্র করে লিখেছি কিছু ক্যাপশন। সুতরাং আপনারা যারা এই ফুলের বিষয় সম্পর্কে মতামত প্রদান করতে চান কিংবা লেখালেখি করতে চান তারা এখান থেকে লেখার বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন। আমরা ক্যাপশন এর মাধ্যমে পলাশ ফুলের সৌন্দর্যের বিষয়টি তুলে ধরেছি আপনাদের মাঝে।
৬. পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
এসেছে দারুন মাস
আমি জেনে গেছি
তুমি আসিবে না ফিরে
মিটিবে না পিয়াস।
৭. আয়না পলাশ আমার ঘরে
কেন ধুলায় আছিস পড়ে!
পলাশ বিলাশ আমার মনে,
তোকে সাজিয়ে রাখবো মনের কোণে!
আজ যতন করে আবির লালে
মাখাবো তোর লাজুক গালে!
৮. ঋতুরাজ রাজ্যসভায়, সব ফুলেদের মিলন মেলা
বসন্তের মিষ্টি হাওয়ায়, ফাগুনের ফুল করে খেলা।
শিমুল, পলাশ, মাধবীলতা, ডালিয়া, চন্দ্রমল্লিকা,
কৃষ্ণচূড়ার পাপড়ি কুঞ্জে, সাজাই প্রেমের মাল্যখানি।
৯. যে কবিতায় চোখ রেখেছে আকাশ,
কাব্যে বিভোর আজ তার অবকাশ
পলাশের কবিতায় কে বা দেবে সুর?
করবে তার প্রাঙ্গণ গানে ভরপুর?
১০. হে পলাশ! হে শিমুল! হে বসন্তের দেবদূত রা!
” পঁচা লাশ” আর বয়ে এনো না,
গন্ধে আজ ভরে গেছে পৃথিবীটা
এবার না হয় ছোট্ট মেয়েটা “রাজ” করুক!!!
১১. আজ আমিও শোনাতে চাই বসন্ত বন্দনা
গাইবো আমি গলা ছেড়ে, তবে বাহার রাগে তারানা
আমায় একটু ঠাই দিও গানের আসর মাঝে
এলাম এবার বার্তা নিয়ে বসন্ত সবার মাঝে
মন আমার পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার সাজে।
১২. শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় ভালোবাসার আগুন লাল
পূর্ণচাঁদের আলোকধারায় খুশির বানে দুঃখ ভোল।
পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস
আপনি যদি একজন পলাশ ফুল প্রেমী ব্যক্তি হয়ে থাকেন, এবং চাচ্ছেন এই ফুলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করতে তাহলে আমাদের আলোচনা থেকেই স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের স্ট্যাটাস প্রদান করে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি আজকে। গুরুত্ব আলোচনায় ছবি ও কিছু ক্যাপশন প্রদান করেছি এখানে কিছু সুন্দর নতুন ও আকর্ষণীয় পলাশপুর কেন্দ্রিক স্ট্যাটাস প্রদান করে সহযোগিতা করব। নিঃসন্দেহে আমাদের আলোচনা থাকা ক্যাপশন গুলো আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে সেগুলোই স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন এবং আমরা পৃথকভাবে এখানে কিছু স্ট্যাটাস তুলে ধরছি।