নতুন বছর কবিতা

নতুন বছর নিয়ে সুন্দর কবিতাগুলো খুজে থাকেন অনেকেই। কবিতা অনুসন্ধানকারী ব্যক্তিদের মধ্যে অনেকেই ছোট কবিতা গুলো পছন্দ করে থাকেন আমরা ছোট বড় কবিদের ছোট কবিতা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব যেগুলো নতুন বছরকে কেন্দ্র করে খুবই সুন্দর। সুন্দর এই কবিতাগুলো আপনাদের মাঝে তুলে ধরে রাখা নিয়ে কাজ করেছি আমরা। খুব সহজেই আমাদের আলোচনা থেকে নতুন বছরের সেরা কবিতাগুলো সংগ্রহ করতে পারবেন।

দেখতে দেখতে একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিল এবং উপস্থিত হয়ে গেছে নতুন একটি বছর। নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের তথ্য অনুসন্ধান করছেন এর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি রয়েছেন যারা কবিতা পছন্দ করেন তাদেরকে কবিতা প্রদান করে সহযোগিতা করব আমরা এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি নতুন কবিতাগুলো তুলে ধরতে আপনাদের মাঝে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নতুন বছরের সেরা কবিতা গুলো প্রদান করতে। নিঃসন্দেহে আমাদের আলোচনায় থাকা কবিতাগুলো আপনাদের ভাল লাগবে আপনাদের ভালো লাগার জন্য আমরা শত শত কবিতা থেকে নির্বাচিত ছোট কিছু কবিতা এই আলোচনায় প্রদান করব।

নতুন বছর কবিতা

আমাদের মাঝে যে বছরটি উপস্থিত হয়েছে সে বছরের উপর ভিত্তি করে কিছু ছোট কবিতা লেখা হয়েছে। নতুন কবিতাগুলোর পাশাপাশি পূর্বের জনপ্রিয় কিছু ছোট কবিতা যুক্ত করেছি এই আলোচনায় সুতরাং যারা ছবিটা পছন্দ করেন তারা খুব সহজেই আমাদের আলোচনা থেকে কবিতা নির্বাচন করতে পারবেন। কবিতা প্রেমে ব্যক্তিগণ সকল বিষয়ের উপর কবিতা পড়তে পছন্দ করেন মূলত তাদের কথা চিন্তা করেই আমরা এই আলোচনায় কবিতা গুলো নিয়ে এসেছি:

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে ফেলার এই সময়,
নতুন দিনের নতুন স্বপ্ন
করতে হবে জয়।

নতুন বছর কাটবে ভাল
রইলো এই প্রত্যাশা,
সবার প্রাণে ছড়িয়ে যাক
দেশের প্রতি ভালোবাসা।

হেপি নিউ ইয়ার অফার ২০২৫

নতুন বছরের কবিতা

– অর্কদ্যুতি জানা
নতুন বছর নতুর বছর
শোন আমার কথা,
তাদের তুমি সুখ দিও
গুমরে গুমরে যারা সহ্য করছে ব্যথা।নতুন বছর নতুন বছর
শোন আমার কথা,
অসহায়ের মুখে ফুটিও হাসি
দিও তাদের মাথার উপর ছাতা।

নতুন বছর নতুন বছর
শোন আমার কথা,
অহংকারে যারা আছে ডুবে
তাদের তুমি নত করো মাথা।

নতুন বছর নতুন বছর
কোরনা তাদের ক্ষমা,
যাদের জন্য কাঁদছে আজ
অন্ধকারে হারিয়ে যাওয়া হাজার তিলোত্তমা।

নতুন বছর নতুন বছর
সাহস জোগাও তাদের,
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার
হারিয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা যাদের।

নতুন বছর নতুন বছর
জ্বালিও জ্ঞানের আলো,
হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে
মুছে দিও জমে থাকা সবার মনের কালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *