ছেলেদের ছবিতে সুন্দর কমেন্ট

আসসালামু আলাইকুম, সম্মানীয় পাঠক বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগতম আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে যে বিষয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করা হবে তা হচ্ছে ছেলেদের ছবি সুন্দর কমেন্ট। বর্তমান সময়ে সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোসহ বিভিন্ন প্লাটফর্মে নিজের ছবি আপলোড করে থাকেন। আপলোডকৃত এই ছবিতে সকলেই মন্তব্য করতে পারেন অর্থাৎ কমেন্ট করতে পারেন। আমরা সুন্দর কিছু কমেন্ট আপনাদের মাঝে তুলে ধরব যেগুলো আপনি যে কোন ছেলেদের ছবিতে করতে পারবেন। তবে আমাদের আলোচনায় থাকা কমেন্টগুলো খুবই সুন্দর যেকোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমাদের আলোচনায় থাকা সুন্দর কমেন্ট গুলো ব্যবহার করতে পারেন।

বর্তমান সময়ে অনেকেই এসএমএস স্ট্যাটাস ক্যাপশন গুলো নিজে লেখার পরিবর্তে অনলাইন থেকে সংগ্রহ করে থাকেন আর এটি খুবই সহজ। ঠিক একই ভাবে আপনি চাইলে আপনার পরিচিত ব্যক্তিদের ছবিতে সুন্দর কমেন্টগুলো অনলাইন থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনার মন্তব্যটি হবে সুন্দর সাজানো গোছানো ও আকর্ষণীয়। সাধারণত পরিচিত ব্যক্তিদের সন্তুষ্ট করার জন্য তাদের ছবিতে সুন্দর কমেন্ট থাকা বিশেষ জরুরি। জরুরী এই কমেন্টগুলো আপনাদের সংগ্রহ করা। ছেলেদের ছবিতে সুন্দর আকর্ষণীয় কমেন্টগুলো পড়লে ছেলেরা খুশি হয়ে থাকে আপনি একজন মেয়ে হয়েও অন্য ছেলেদের ছবিতে এই কমেন্ট গুলো করতে পারেন।

ছেলেদের ছবিতে সুন্দর কমেন্ট

আপনি চাইলে যে কোন ছেলের ছবিতে সুন্দর এই কমেন্টের মাধ্যমে তাকে খুশি করতে পারেন। অনেকেই ছবিতে কমেন্ট করে থাকেন অর্থাৎ মন্তব্য করে থাকলেও সেগুলো সুন্দর হয় না। অনেকেই স্টিকার অর্থাৎ পিকচারের মাধ্যমে কমেন্ট করে থাকেন তবে ওই কমেন্টগুলোর তুলনায় আমাদের আলোচনায় থাকা কমেন্টগুলো করলে ব্যক্তি আপনাকে আগ্রহ দেখাবে পরিচিত ব্যক্তি ব্যতীত অন্য কারো কমেন্টে আমাদের আলোচনা থাকা কমেন্টগুলো ব্যবহার করলে তিনি আপনার প্রোফাইল ঘুরে আসবে অবশ্যই ব্যক্তি খুশি হবে। বলিস তো ব্যক্তিদের খুশি করার জন্য আমাদের আলোচনায় থাকা কমেন্টগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে এই কমেন্টগুলো ছবিতে থাকা ব্যক্তিকে খুশি করতে সক্ষম।

  1. আমি এই ছবি দেখার জন্যই বোধহয় বেঁচে ছিলাম। এখন মরে গেলেও কোন দুঃখ থাকবে না।
  2. আপনার এই ছবি দেখার পরই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পাক্কা আড়াই মিনিট অজ্ঞান থাকার পর এই জ্ঞান ফিরলো।
  3. এই ছবি পৃথিবীর দুর্লভতম ছবি। আরো হাজার বছর পর যখন কোন আর্কিওলজিস্ট মাটির তলা থেকে এই ছবিখানা বের করবে সেই নিয়ে যে তখন কি হুলস্থুল হবে সেটা আমি এখনই দিব্য চোখে দেখতে পাচ্ছি।
  4. লিওনার্দো দ্য ভিঞ্চি স্বর্গে বসে বসে নিশ্চয়ই চুল ছিড়চ্ছেন।
  5. আপনি আর আমি একই পৃথিবীর বুকে বাস করছি ভেবে রোমাঞ্চ বোধ হচ্ছে।
  6. এবার থেকে ছবি দেওয়ার আগে আমাকে প্লিজ মেসেজ করবেন …আমি সানগ্লাস পরে ছবিগুলো দেখব নইলে তো আমার চোখ ঝলসে যাবে !
  7. এই ক্লাসি ছবি নিয়ে কথা বলার মতো ম্যাচিওর্ড আমি এখনও হইনি। আমাকে ক্ষমা করবেন ।
  8. এই ছবিগুলো আপনি তুলেছেন ???? ইয়ে দো হাত মুঝে দে দে ঠাকুর । আমি গোল্ডেন গ্লাভস পরিয়ে সিন্দুকে তুলে রাখবো।
  9. এই ছবিগুলো দেখিয়ে দিলেন তো আমার খরচ বাড়িয়ে? আচ্ছা, দেশের কোন পাগলাগারদের সুপার আপনার জানাশোনা আছে ? আমার অ্যাডমিশন নিয়ে একটু কথা বলে দেখুন না ?
  10. আমি যে চাঁদ দেখি আপনিও সেই চাঁদ দেখেন। আমি যে সূর্যের তাপ নিই সেই সূর্যের তাপে আপনিও তাপিত হন…উফফফ আমি আর কিছু লিখতে পারছি না..আনন্দের আতিশয্যে চোখে জল এসে যাচ্ছে।

বন্ধুর ছবিতে মজার কমেন্ট

১। আমাকে সহ্য করতে পারলে না, সেই তুমি এত্ত গরম কিভাবে সহ্য করতাছো?

২। ছেলেরা আসলে অবহেলিত , কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না.

৩। পড়াশোনা কইরা কি হবে যাদি তোমারেই না পাওয়া যায়.

৪। সুন্দরী বউ , শিক্ষিত বউ সুশীল বউ , ঘরোয়া বউ, তারচেয়ে ও ছেলেদের বেশি পছন্দ “ পরের বউ”.

৫। একটি গবেষণায় দেখা গেছে যাদের গার্লফ্রেন্ড নাই তারাই বেশি বেশি কমেন্ট করে।

৬। মেয়েদের পোস্ট হচ্ছে মাছের বাজার সবাই এসে ভিড় জমায় এবং কমেন্ট করে আর ছেলেদের পোস্ট হচ্ছে সোনার দোকান তাই খুব কম লোকই এখানে আসে।

৭। তোমার মেসেঞ্জারের বাবুটা -নরমালে হইছে নাকি সিজারে।

৮। শিক্ষক পিতার সমতুল্য হলে ছাত্রী স্যারের বৌ হয় ক্যামনে?

৯। দয়া করে ভাইয়া ডাকবেন না আমি হার্টের রুগী।

১০। প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি যাই হোক, বিয়ে করার আরেকটা দিন আগাইলো.

১১। দেশে ১ বছরের নিচে বাবু আছে ২২লাখ, ১৮ বছরের ওপরে বাবু আছে ৯৮ লাখ-মাঝখানে আমিই যুবক।

১২। বিয়েতে ছেলে পক্ষ দাবি করেছিল দুটি সোনার জিনিস চাই, মেয়ে পক্ষ তাতেই রাজি হয়ে গেল এবং মেয়েপক্ষ একটা রেডিও আর একটা হেডফোন দিল- দুটোই কিন্তু সোনার জিনিস।

13. BF GF কে বাবু ডাকলে সেতো অন্যের কোলে যাবেই।

ছেলেদের ছবিতে সুন্দর কমেন্ট ইংরেজি

বাংলার পাশাপাশি অনেকেই চেয়ে থাকেন ইংরেজি ভাষার পরিচিত বেক্তিদের ছবিতে কমেন্ট করতে। তাদের কথা চিন্তা করে আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে সেরা মানের কিছু ইংরেজী কমেন্ট তুলে ধরা হবে। কমেন্ট অনেকেই করে থাকে ছবিতে, তবে মনে রাখার মতো সুন্দর কমেন্ট খুব কম মানুষই করতে পারে। তবে আমাদের আলোচনায় যারা এসেছেন তারা যে কারো ছবিতে সেরা কমেন্ট করতে পারবেন। বাংলার পাশাপাশি ইংলিশ ভাষায় কিছু কমেন্ট তুলে ধরছি নিচে:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *