ক্ষমা চাওয়ার দোয়া| ক্ষমা চাওয়ার দোয়া বাংলা উচ্চারণ
আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইসলাম সম্পর্কিত আরো একটি আলোচনায় আপনাদের উপস্থিতিতে আমরা আনন্দিত। ইসলাম সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনারা সচেতন তাই ইসলামিক আলোচনায় সময় ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মহান রব্বুল আলামীন আপনাদের সকল নেক নিয়ত গুলোকে কবুল করুক আমিন। সম্মানীয় মুসলিম ভাই ও বোন আমরা আমাদের আজকের আলোচনাটিতে যে বিষয় সম্পর্কে কথা বলব তা মূলত ক্ষমা চাওয়ার দোয়া।
আমরা খুবই অল্প সময়ে নিয়ে পৃথিবীতে এসেছি অন্যান্য নবী-রাসূলের সময় মানুষের হায়াত ছিল আরো অনেক দীর্ঘ। তবে শেষ নবীর উম্মত হিসেবে আমরা খুবই স্বল্প সময় পেয়েছি তবে আমাদের আমলের সুযোগ রয়েছে অনেক বেশি আমরা সকলেই বেশি বেশি আমল করব। সম্মানীয় ভাই ও বোন আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে জেনে বুঝে ভুল করে থাকি আবার নিজের অজান্তে অনেক বড় ধরনের ভুল করে থাকি অনেক পাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখি। তবে মহান রব্বুল আলামীন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন তওবার মাধ্যমে। ক্ষমা চাওয়ার দোয়া রয়েছে আমরা সেই সমস্ত দোয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার দোয়া ও রহমতের দোয়া সম্পর্কে আপনাদের জানানোর উদ্দেশ্য হয়েছে আমাদের। এ বিষয়ে বেশ কিছু আয়াত রয়েছে বেশ কিছু দোয়া রয়েছে আমরা আপনাদের জন্য একটি দোয়া তুলে ধরবো আমাদের এই আলোচনাটিতে আশা করছি আপনারা ধৈর্যের সাথে অর্থসহ আমাদের আলোচনা থাকা দোয়াটি পড়বেন।
ক্ষমা চাওয়ার দোয়া
আমাদের জীবনে অনেক পাপ রয়েছে অনেক ভুল রয়েছে আমরা বিভিন্ন সময় পথভ্রষ্ট হয়ে ইসলামের বিপরীতে বিভিন্ন কাজ করে বসি। অনেকেই জেনেবুঝে সজ্ঞানে এমন কাজ করেন আবার অনেকেই নিজের অজান্তে এমন কাজ করে থাকেন তাই আমাদের সকলের উচিত নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিজের ভুল বুঝতে পারলে অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলামীনের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে মহান রব্বুল আলামীন অবশ্যই আমাদের ক্ষমা করবেন তাই নিয়মিত সালাত কিংবা অন্যান্য সময়ে ক্ষমা চাওয়ার অভ্যাস করতে হবে আমরা নিচে ক্ষমা চাওয়ার দোয়া ও রহমতের দোয়া প্রদান করে সহযোগিতা করছি আপনাদের অর্থ সহ দোয়া তুলে ধরা হবে নিচে
ক্ষমা ও রহমতের দোয়া
আরবি | رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ |
উচ্চারণ | রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমিন। |
অর্থ | হে আমাদের প্রভু! আমরা বিশ্বাস স্থাপন করেছি। তুমি আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি রহম কর। তুমিতো সর্বশেষ্ঠ দয়ালু। |
অর্থের উপর ভিত্তি করে অবশ্যই আপনারা দোয়াটি পড়তে পারেন এছাড়াও আরো বেশ কিছু দোয়া রয়েছে। আপনারা অর্থ বুঝে দোয়া করতে পারেন। আমরা অবশ্যই ইসলামিক দৃষ্টিতে জীবন পরিচালনা করব সকল ক্ষেত্রে ইসলামের উপর গুরুত্ব প্রদান করব কোন ধরনের পাপ কাজের সাথে নিজেকে রাখবো না নিয়মিত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদের সকল ইচ্ছে পূরণ করবেন আমাদের নেট আমল করার তৌফিক দান করবেন এবং কেয়ামতের দিন উপযুক্ত মর্যাদা প্রদান করবেন। আমিন।