ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার: প্রতিবছর বাংলা নতুন বছর উপলক্ষে কিংবা ইংরেজিতে নতুন বছর উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা ব্যানার তৈরি করা হয়। কেননা প্রতিবছর নতুন বছর আসে আগমনী ঘন্টা বাজিয়ে। তাইতো নতুন বছরের আগমনে চারদিকে মুখরিত হয়ে ওঠে। এজন্য আজকে আমরা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার সম্পর্কিত এই পোস্টটিতে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু ব্যানারের ডিজাইন তুলে ধরেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পোস্টটি সংগ্রহ করার মাধ্যমে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার গুলো সংগ্রহ করতে পারবেন এবং নতুন বছর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর সুন্দর ব্যানার তৈরি করি শুভেচ্ছা জানাতে পারবেন।
প্রকৃতির চিরন্তন নিয়মের প্রতিনিয়ত সময় গতিশীল। সময়ের এই গতিশীলতার কারণে মূলত প্রতি বছর একটি করে নতুন বছরের আগমন ঘটে থাকে এবং একসময় তা পুরাতন হয় নতুন আরেকটি বছরের শুরু হয়। দিন বা সময় গণনার ক্ষেত্রে মূলত বাংলা ইংরেজি আরবি বর্ষপঞ্জিকা ব্যবহার করা হয়। তাইতো প্রতিবছর একটি করে বাংলা নতুন বছরের শুরু হয় এবং একটি পুরাতন বছর শেষ হয়ে যায় আবার একটি ইংরেজি নতুন বছর শুরু হয় আরেকটি বছর বিদায় নেয়। গতিশীলতার এই নিয়ম অবলম্বন করেই প্রতিবছর মূলত ইংরেজি নতুন বছর তার আনন্দ ঘন্টা ধ্বনি বাজিয়ে উপস্থিত হয়ে থাকে।
ইংরেজি নতুন বছরের আগমন প্রতিটি মানুষ টের পেয়ে যায় কেননা ইংরেজি নতুন বছর অনুযায়ী মানুষের সফল কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়। ইংরেজি বছর কিংবা দিন গণনা কে বেশি করে প্রাধান্য দিয়ে মানুষ তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। শুধু তাই নয় অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ইংরেজি নতুন বছরকে প্রাধান্য দিয়ে নতুন নতুন কার্যক্রম তৈরি করা হয়। তাইতো পুরাতন বছরের বিদায়ের সাথে সাথে সকল কার্যক্রম শেষ হয়ে যায় এবং নতুন বছরের আগমনে আবার নতুন করে শুরু হয়।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার
প্রতিবছর ইংরেজি নতুন বছর আনন্দ ঘন্টা বাজিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকে। ইংরেজি নতুন বছরের আগমন প্রতিটি মানুষ কাছ থেকে লক্ষ্য করে থাকে। তাইতো ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের শুভেচ্ছা ব্যানার তৈরি করা হয়। এই শুভেচ্ছা ব্যানার গুলো সাধারণত জনসাধারণের মাঝে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্যই তৈরি হয়। তাইতো আমরা আজকে ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা ব্যানার সম্পর্কিত এই পোস্টটিতে নিয়ে এসেছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু নতুন নতুন শুভেচ্ছা ব্যানার। আপনারা যারা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার গুলো অনুসন্ধান করছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে পছন্দনীয় ব্যানার গুলো সংগ্রহ করতে পারবেন। নিচে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ব্যানার গুলো তুলে ধরা হলো:
(1)
“মনে আসুক বসন্ত, সুক হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!!
–Happy New Year–”
(2)
“আগামী বছরটা যেনো তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেনো এই বছরে পাও
–Happy New Year–”
(3)
“আমি কামনা করি যে নতুন বছরের এই দিনে,
আপনার জীবনে সৌভাগ্যের সূর্য উদিত হয়,
যা আপনার জীবনকে আনন্দ এবং সুখে আলোকিত করে।
––Happy New Year–”
(4)
“মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি;
সুখি ছিলে সুখি হও।
আর শুভ হোক নতুন বছর
,–Happy New Year–”
(5)
“আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখ না দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন।
–Happy New Year–”
(6)
“জীবনে চলার পথে অনেক,
খারাপ স্মৃতি মনে গেঁথে যায়,
নতুন বছরের এই শুভ ক্ষণে সব খারাপ স্মৃতিকে,
পুরানো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু হোক নতুনভাবে,
নতুন আশা, নতুন প্রতিজ্ঞা নিয়ে।”
(7)
নতুন বছরে তোমার সমস্ত প্রত্যাশা,
স্বপ্ন গুলি পূর্ণ হোক, সত্যি হোক,
এই বছর কাটুক ভালো,
তোমার এবং তোমার পরিবারের সকল সদস্যের।
মুছে যাক সমস্ত দুঃখ ক্লান্তি আর গ্লানি,
আনন্দ আর সুখে ভরুক সকলের মন খানি,
নতুনভাবে সেজে উঠুক আমাদের এই পৃথিবী,
হতাশাকে ভুলে গিয়ে নতুন হোক সবই।
Happy New Year
(8)
“জীবনের প্রতিটি মুহূর্ত থেকে,
সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক,
সম্পূর্ণ জীবনে ভরে যাক পজিটিভিটি,
প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলো।
Happy New Year”
(9)
“পুরাতন কে বিদায় জানিয়ে,
নতুন কে বরণ করে,
আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,
খুবই আনন্দে ও উৎসবে।
পরিবার বর্গের সাথে সময়,
কাটুক সুমধুর ভাবে।
Happy New Year”
(10)
“প্রতিটা বিষয়ের যেমন শুরু থাকে,
তেমন শেষও থাকে।
তাই নতুন বছরের জন্য কামনা করি,
তোমার জীবন আনন্দ ও সুখে যেন ভরে যায়,
কখনো যেন শেষ না হয়”
(11)
“সবার হৃদয়ে জাগুক নতুন আনন্দ,
জীবন সবার ভরিয়ে দিক সংগীতের ছন্দ,
দূর করতে মোদের সকল দুঃখ,
আসো হে নতুন তুমি,
খুলেছি মোদের দ্বার -কক্ষ।
Happy New Year”
(12)
“আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সমস্ত পুরনো কষ্ট,
আজ করো নতুন করে কল্পনা,
ভুলে যাও আছে যত পুরনো যন্ত্রণা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ”
(13)
“সৃষ্টিকর্তা তোমায় যেন চিরকাল,
সুখে ও শান্তিতে রাখেন,
শুধুমাত্র এই বছরই নয়,
আগামী সব কটি বছর যেন,
তিনি তোমাকে দুহাত ভরে দেন।
Happy New Year”
(14)
“মিষ্টি তোমার মুখের হাসি, দুষ্টু দুটি চোখ,
আছে যত স্বপ্ন তোমার সত্যি সবই হোক।
নতুন বছরে জানাই তোমায় অনেকখানি প্যায়ার,
জানাই তোমায় আরেকবার,
Happy New Year“
(15)
“একটি অসাধারণ বছরে আমি তোমার,
অসাধারণ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ থাকব,
এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
নতুন বছরের জন্য নতুন সূচনার জন্য,
রইল অনেকখানি অভিনন্দন।।
Happy New Year”
(16)
“নতুন বছরে পুরনো প্রেমে নতুন করে ডুবি,
নতুন বছরে তোমাকে আবার নতুন করে খুঁজি।
অভিমান আর রাগারাগি যতটুকু আছে,
সবই এখন স্বপ্ন মাত্র সেগুলি আমার কাছে।
তুমিও ভোলো সবকিছু, রাগ কোরো না আর,
তোমাকে জানাই আমি
Happy New Year”
(17)
“নতুন সূর্য নতুন গান,
নতুন সুর নতুন প্রাণ,
নতুন ঊষার নতুন আলো,
নতুন বছর তোমার কাটুক ভালো।
Happy New Year”
(18)
“নতুন বছরে নতুন করে সাজাও তোমার জীবন,
সুন্দর হোক সবকিছু হোক নতুনের আগমন।
রাতের শেষে ঊষার মতো স্নিগ্ধ তুমি হও,
নতুন করে আমায় তুমি আপন করে নাও।
Happy New Year”