আকিকার দোয়া| আকিকার দোয়া বাংলা উচ্চারণ| আকিকার দোয়া ছেলে সন্তানের

বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আরও একটি ইসলাম সম্পর্কিত আলোচনা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব অবশ্যই আমাদের সকলের এই বিষয় সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। আমাদের পরিবারের নতুন সদস্য উপস্থিত হওয়ার সাথে সাথেই বেশকিছু দায়িত্ব ও কর্তব্য এসে যায়। আমাদের পরিবারের সন্তান জন্ম লাভের পর প্রথমত নাম নির্ধারণ ও আকিকা করা উচিত। নাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই ইসলামিক ও সুন্দর অর্থপূর্ণ একটি নাম নির্বাচন করতে হবে। নাম রাখার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে বর্তমান সময়ে অনেকেই নিজের সন্তানের এমন নাম নির্বাচন করেন যা ইসলাম শরীয়তের বাইরে নাম বিশেষ গুরুত্বপূর্ণ যেটি ব্যক্তির বেশ কিছু বিষয় প্রকাশ করে থাকে তাই ইসলামিক সুন্দর একটি নাম নির্বাচন করা আমাদের সকলের দায়িত্ব । আমরা মূলত আজকের আলোচনায় আকিকা সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাবো আমাদের আলোচনাটির সাথে থেকে আকিকার দোয়া বাংলা উচ্চারণ ছেলে ও মেয়ে সন্তানের আকিকার জন্য যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলোর বিষয় সম্পর্কে জানাবো।

আকিকা করা ফরজ নয় কিন্তু সন্তানের বাবার জন্য এটি কর্তব্য তাই অবশ্যই আকিকা করতে হবে আকিকা করার জন্য সাত দিন সময় রয়েছে। বেশ কিছু হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি অবশ্যই সাত দিনে আকিকা করতে হবে এটির উপর হাদিস রয়েছে। আমরা সেই দিকে যাচ্ছি না আমরা মূলত আগেকার দোয়া সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনাদের জানাবো আপনারা যারা বাংলায় দোয়া পড়তে চান অর্থাৎ বাংলা উচ্চারণ করছেন তারাও আমাদের এই আলোচনাটির মাধ্যমে উপকৃত হবেন মহান রব্বুল আলামীন আমাদের সকলকে নেক সন্তান দান করুক। নিক সন্তান লাভের আশায় দোয়া পড়তে হবে। আকিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ আলোচনাটির সাথে থাকুন।

আকিকার দোয়া

ইসলামে অনেক আমল রয়েছে। আমরা অনেকেই সেই আমল গুলোর বিষয় সম্পর্কে জানি আবার অনেকেই জানিনা। ইসলামে সকল ক্ষেত্রে দোয়া রয়েছে সকল বিষয়ে আয়াত রয়েছে অবশ্যই এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে হবে। আমরা আমাদের আজকের প্রতিবেদনটির মাধ্যমে আকিকার দোয়া সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাবো নিচে আকিকার দোয়া বাংলা উচ্চারণ আরবি ও অর্থ সহ প্রদান করা হবে আশা করছি এ বিষয়ে সম্পর্কে জানবেন এখান থেকে।

আকিকার দোয়া বাংলা উচ্চারণ

আকিকার দোয়া জানা নেই অনেকের অনেকেই আবার আরবি পড়তে ব্যর্থ। এক্ষেত্রে বাংলা উচ্চারণের সাথে আগেকার দোয়া খুঁজছেন কিছুসংখ্যক মুসলিম দ্বীনি ভাই ও বোন। আমাদের সেই ভাইবোনদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আরবি ও বাংলা উচ্চারণ এর সাথে আগেকার দোয়াগুলো তুলে ধরছি পাশাপাশি দোয়ার অর্থ সম্পর্কে জানা যেহেতু গুরুত্বপূর্ণ তাই আমরা চেষ্টা করব অর্থের সাথে দোয়াগুলো তুলে ধরতে আশা করছি গ্রুপের সাথে ইসলাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানবেন। আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে দোয়াটি তুলে ধরা হচ্ছে।

আরবি الله حجيي أكيكاتو ابن فولانين دموهابيداميهي ولحموها بلاحميها وعظمها بيازمها وزيلدوها بزلاديهي وشا روحها بشري الله الله ، الله فيدا علي ابن مينار
উচ্চারণ আল্লাহুম্মা হাযিহী আকিকাতু ইবনী ফুলানিন দামুহাবিদামিহী ওয়া লাহমুহা বিলাহমিহী ওয়া আজমুহা বিআযমিহী ওয়া জিলদুহা বিজিলাদিহী ওয়া শা রুহা বিশাররিহী আল্লাহুম্মাজআলহা ফিদাআল্লি ইবনী মিনান্নার।

আকিকার দোয়া ছেলে সন্তানের

ছেলে সন্তানের জন্য আকিকার দোয়া খুঁজে থাকেন অনেকেই মূলত আকিকার দোয়া পড়লেই হয়ে যায়। এখানে ছেলে কিংবা মেয়ে পৃথকভাবে দোয়া রয়েছে এমনটা উল্লেখ করা হয়নি আপনি চাইলে উপরোক্ত যে দোয়াটি রয়েছে সেই দোয়া আপনার ছেলে সন্তানের জন্য পড়তে পারেন এবং মেয়ে সন্তানের জন্য উপযুক্ত সকলের জন্য আকিকার দোয়াটি উল্লেখ করা হয়েছে আমাদের উপরের আলোচনায় আশা করছি আপনি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

মেয়েদের আকিকার নিয়ম

আকিকা মূলত দেওয়া হয়ে থাকে সন্তানের যেন কোন বালা মুসিবত না হয় এবং আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য।যদি ছাগল আকিকা দেন তাহলে মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা দিলেই হবে।(আবু দাউদ ও নাসায়ি)

ছেলেদের আকিকার নিয়ম

যদি আপনার ছেলে সন্তান জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই ছেলে সন্তানের আকিকা দেওয়ার জন্য দুটি ছাগল প্রয়োজন। অর্থাৎ ছেলেদের আকিকার নিয়ম হলো দুটি ছাগল দেওয়া।(আবু দাউদ ও নাসায়ি)

ছেলে ও মেয়েদের আকিকা নিয়ে গুরুত্বপূর্ণ কথা

সন্তান জন্ম লাভের পরবর্তী সময়ে পিতার কর্তব্য হচ্ছে আকিকা দেওয়া। আকিকা সম্পর্কিত বেশ কিছু প্রচলন রয়েছে বর্তমান সমাজে যেগুলো হাদিসের বাইরে অবশ্যই সেই সমস্ত দিকগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আকিকা ফরজ কিংবা সুন্নত নয় তবে এটি পিতা হিসেবে দায়িত্ব। আকিকার ক্ষেত্রে ছেলে সন্তানের জন্য দুইটি পশু এবং মেয়ে সন্তানের জন্য একটি পশু প্রয়োজন আপনারা যারা আকিকা সম্পর্কিত বিষয় সম্পর্কে যাতে এসেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি আকিকা সম্পর্কিত বিষয় সম্পর্কে সচেতন থাকুন এবং আকিকা সাত দিনের মধ্যে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *